সারেঙ্গায় অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির।
নিজস্ব প্রতিনিধি, সারেঙ্গা, বাঁকুড়াঃ- জেলার ব্লাড ব্যাঙ্কে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে সারেঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ছোট সারেঙ্গা বিবাদি ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবির হয়। সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট বা চাহিদা দেখা যায়। সেই রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হল ছোট সারেঙ্গা বিবাদী ক্লাব। বিবাদী ক্লাবের উদ্যোগে ও স্বেচ্ছা রক্তদাতা সংগঠন পালস এর সহযোগিতায় ছোট সারেঙ্গা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়।
এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখর রাউত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহী, সারেঙ্গা পিটিটিআই কলেজের অধ্যক্ষ সাধন মহান্তি সহ বিবাদী ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। এই দিন ফিতে কেটে এই শিবিরের শুভ উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম।
এদিনের রক্তদান শিবিরে দুজন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান স্বেচ্ছায় রক্তদান করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল এবারের এই শিবিরে জীবনে প্রথমবার রক্তদিলেন প্রায় ৩০জন। যা বিশেষ প্রশংসার যোগ্য। এদিনের এই শিবিরে রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক।