নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার; চাঞ্চল্য এলাকায়।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। আসানসোলের হিরাপুর থানার চাষাপট্টির ঘটনা। মৃতের নাম জাহিদ আখতার। আসানসোল উত্তর থানার রেলপারের বাসিন্দা। মৃতের পরিবারের সদস্যরা বলেন 15 ই মে থেকে জাহিদ আখতার নিখোঁজ ছিল। বৃহস্পতিবার চাষাপট্টির এক নর্দমা থেকে জাহিদ আখতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌচ্ছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।