গভীর রাতে বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি ৷
কলকাতা: বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি ৷ গভীর রাতে আচমকাই বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা ৷ যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ ৷শনিবার রাত বারোটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়া বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ তীব্র শব্দ আতঙ্কিত হয়ে পড়েন এলাকবাসীরা ৷ অনেকেই ভেবেছিলেন যে, কোনও বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে ৷ এক প্রতিবেশীর কথায়, “রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি ৷ তখনই প্রচণ্ড জোরে একটা শব্দ হয় ৷ মনে হয় যেন কোনও বাড়ির গ্যাসের সিলিন্ডার বার্স্ট করেছে ৷
তখনই বাড়ির বাইরে এসে দেখি প্রচুর লোকজনের ভিড় ৷”এলাকাবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলেছে, তখন তাঁরা পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ ৷ পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোনচিপ উদ্ধার করেছে ৷ এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিটিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার কাছে একটি বাড়িতে থাকেন উনি সেই বাড়ি লক্ষ করে চলে বমাবাজি। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে কেউ আহত হয়েছে কিনা তাও এখনও জানা যায়নি।
গতকাল রাতের ঘটনার পর রবিবার সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে গোটা এলাকা ঠাকুরপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার কারণে মোতায়েন রাখা হয়েছে।