VOTE BOYCOTT: দীর্ঘদিনের দাবী একটি সেতু; তা না মেলায় ভোট বয়কটের ডাক।
পশ্চিম মেদিনীপুরঃ- শিলাবতী নদী ও কাটিয়া খালের দুই পাশে কেশেডাল চৈতন্যপুর চাষী বার ধরমপোতা সহ রয়েছে একাধিক গ্রাম। আর ঐ গ্রামগুলিতে যাতায়াতের জন্য বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছিল চারটে কাঠের সেতু। তার মধ্যে বন্যার সময় ভেঙে গিয়েছে তিনটি সেতু এবং বেঁচে রয়েছে একটি সেতু। তারও অবস্থা খুবই বেহাল। বাম আমলের পরেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকা সেতু বানিয়ে দেয়ার কথা বলেছিলেন তৃণমূল সরকার।
বারংবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সুরাহা। কেন তৈরি হছে না পাকা ব্রিজ তা নিয়েই উঠছে প্রশ্ন। আর এই ক্ষোভেই ভোট বয়কটের পোস্টার দিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের পাশে থাকার বার্তা বিজেপির। পাকা ব্রিজ না হলে মিলবে না ভোট হুঁশিয়ারি গ্রামের সাধারণ মানুষের।