কেমন রয়েছে চন্দ্রযান-৩; Update – জানালো ISRO.

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্ক: – সাফল্যের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান – ৩! আর ইসরোর এই সাফল্যে বিশ্বের তাবড় তাবড় দেশের চক্ষু ছানাবড়া। সফল উৎক্ষেপণ এর পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান -৩ এর update খবর জানানো হয়েছে। স্বাভাবিক এবং পরিকল্পনামাফিক ভাবে    কক্ষপথে ঘুরছে চন্দ্রযান-৩। শেষ খবর অবধি এর স্বাস্থ্যও রয়েছে স্বাভাবিক, জানিয়েছে ISRO. চন্দ্রযান-৩ এখন যে অভিগোলাকার  কক্ষপথে ঘুরছে সেই   কক্ষপথে পৃথিবীর থেকে সবচেয়ে কাছের চন্দ্রযানের  দূরত্ব ১৭৩ কিলোমিটার এবং পৃথিবী থেকে সবচেয়ে দূরের দূরত্ব ৪১, ৭১২ কিলোমিটার। অর্থাৎ মহাকাশযানটির অবস্থান  এখন 41762kms x 173kms.

https://twitter.com/isro/status/1680239822110162944?s=20
উল্লেখ্য ১৪ জুলাই সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ হয়। এর লক্ষ্য চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অবতরণ। চাঁদের এই অঞ্চলে আজ পর্যন্ত মানব সৃষ্ট কোন যন্ত্রের অবতরণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *