উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী; আন্দোলনে শিক্ষক সংগঠন।
শিলিগুড়িঃ- উত্তরবঙ্গ সফরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বুধবার দুপুরে শহরে আন্দোলন সংগঠিত করল “স্টেট এডেড কলেজ টিচার’র্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”। ইএফ, ইপিএফ, সাম্মানিক ভাতা বৃদ্ধি, মিউচুয়াল ট্রান্সফার,হেলথ স্কিম, চাইল্ড কেয়ার লিভ,অবসরের সময়সীমা বৃদ্ধি সহ মোট ১০দফা দাবি নিয়ে বুধবার শিলিগুড়িতে আন্দোলন সংঘটিত করলো স্টেট এডেড কলেজ টিচার’র্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”।
এদিন সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইমোড় থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বর্ধমান রোড হয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছালে সেখানে মিছিলটি আটকে দেয় পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবশেষে পাঁচ জনের একটি প্রতিনিধি দল তাদের দাবি সম্বলিত স্মারকলিপি উত্তরকন্যার আধিকারিকদের হাতে তুলে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু উত্তরবঙ্গ সফরে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই আন্দোলন সংগঠিত করেছে তারা।