রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান বাগবাজারে, বেলুড় মঠেও ভক্তের সমাগম।
হাওড়া ও কলকাতাঃ- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আজ ১মে সোমবার উত্তর কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরে অনুষ্ঠিত হবে। তবে এই বিশেষ দিনে বেলুড় মঠেও উপস্থিত হয়েছেন অনেক ভক্ত অনুরাগী। শতবর্ষ পেরিয়ে ১২৫তম বর্ষের সমাপ্তি দিবসে সেজে উঠেছে বেলুড় মঠ তথা রামকৃষ্ণ মিশন। ১২৫ বছর আগে স্বামী বিবেকানন্দের হাত ধরে যে রামকৃষ্ণ মিশনের পথচলা শুরু হয়েছিল আজ তা দীর্ঘ পথ পেরিয়ে ১২৫তম বর্ষ অতিক্রম করেছে। সমাপ্তি দিবস উপলক্ষে আজ বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাগবাজারের বলরাম মন্দিরে।
এছাড়াও বেলুড় মঠে সকাল থেকে এই উপলক্ষে বিশেষ পূজা, হোম সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুড় মঠে এদিন অনুষ্ঠান না থাকলেও এই বিশেষ দিনে দূরদূরান্ত থেকে এসেছেন অগণিত ভক্ত এবং দর্শনার্থী।
Joy Shri Ramakrishna Dev.