উপাচার্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- নানা প্রকার দুর্নীতির অভিযোগে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে বিগত ৪৭ দিন ধরে। ছাত্র-ছাত্রী তথা শিক্ষাকর্মীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়টিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন উপাচার্য। এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী উপাচার্যের অবিলম্বে অপসারণ চাই। ছাত্র ছাত্রী ও শিক্ষাকর্মীদের আন্দোলনের মাঝে এর আগে একাধিকবার বিশ্ববিদ্যালয়ে নিজের দফতরে প্রবেশ করতে এসে উপাচার্য সাধন চক্রবর্তী ব্যর্থ হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত শুক্রবার পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিজের দফতরে প্রবেশ করেন। তবে ছাত্র ছাত্রীদের আন্দোলন চলতে থাকে।
এদিন বেলা তিনটে নাগাদ নিজের দফতর থেকে বের হয়ে যান উপাচার্য। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন, রনাঙ্গন নয়। হাইকোর্টের নির্দেশকে আমাদের মান্যতা দিতে হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিবেশ দূর করতে তিনি আগামী বুধবার ছাত্রছাত্রীদের সাথে বৈঠকে বসবেন। পরবর্তীক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাথেও বৈঠক করবেন তিনি। যে কোনো সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ড: সুপ্রভাত মুখার্জি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্যে সরাসরি উপাচার্যকে দায়ী করে ওয়েবকুপা ও শিক্ষা বন্ধু সেলের পক্ষ থেকে তার পদত্যাগ দাবী করেছেন।