ভোটাভুটিতে কন্ট্রাক্টরের স্ত্রী কেন প্রধান হিসেবে নির্বাচিত হবে! বিক্ষোভ তৃণমূলের একাংশের, পড়লো পোস্টার।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: দলের ব্লক নেতাদের একাংশের বিরুদ্ধে খুবে পোস্টার দিয়ে বিক্ষোভে ফেটে বললেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ, দলের নির্দেশ অমান্য করে কিছু কর্মী ভোটাভুটি করে ঠিকাদারের স্ত্রীকে প্রধান ঠিক করেছে। আর তাতেই বেজায় ক্ষুব্ধ অন্যান্য তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা। তাদের আরো অভিযোগ এই ভোটাভুটিতে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য এই প্রধানকে পথ পোষণ করেছে।
ওই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানান পঞ্চায়েত প্রধানের স্বামী চন্দ্রকোনা পৌরসভার একজন ঠিকাদার। কিভাবে তাকে দলের নির্দেশ অমান্য করে ঠিক করা হলো সে বিষয়ে ব্লকের একাংশের নেতৃত্বের বিরুদ্ধে খুব উগরে দেন তারা। তবে যাকে কেন্দ্র করে এত সবকিছু সে নবনির্বাচিত প্রধান প্রিয়াঙ্কা ঘোষ ভূঁইয়া জানান, এসব পোস্টারিং এর বিষয়ে তার কিছুই জানা নেই। তবে দলীয় নেতৃত্বের কাছ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।