জনগণকে শুভেচ্ছা জানাতে লাল রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করাচ্ছে সিপিএম।
হাওড়াঃ- পঞ্চায়েত ভোটের গণনার দিন হাওড়ার ডোমজুড় ব্লকের লক্ষণপুর বাগপাড়ায় দুটি পার্ট এর জয়ী সিপিএম প্রার্থীদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ, তাদেরকে মারধর করে সার্টিফিকেট কেড়ে নিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী। এর প্রতিবাদে সিপিএমের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার শুনানি রয়েছে আগামী ২ তারিখ। সিপিএমের দাবি, মানুষ তাদের আশীর্বাদ করেছেন। তাদের প্রার্থীদের জিতিয়েছেন। অথচ দুর্ভাগ্য তাদের সার্টিফিকেট কেড়ে নিয়ে জোর করে হারানোর চেষ্টা হয়েছে। তাই মানুষের প্রতি কৃতজ্ঞতা সম্মান জানাতে আজ রবিবার সকালে ডোমজুড় ব্লকের মাকড়দহ – ২ গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর বাগপাড়ায় স্থানীয় সিপিএমের তরফ থেকে সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাতে লাল রসগোল্লা খাইয়ে মিষ্টিমুখ করানো হয়। সিপিএমের লক্ষণপুর পার্ট এর প্রার্থী শ্রীকুমার নস্কর বলেন, আমি জিতেছিলাম।
কিন্তু গণনাকেন্দ্রে আমার থেকে জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা জানি আইন আমাদের পক্ষেই যাবে। আগামী ২ তারিখের শুনানি রয়েছে হাইকোর্টে। সেখানে বিডিওকে সমস্ত ফুটেজ তথ্য প্রমাণ সহ জমা দিতে বলা হয়েছে। আমরা গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ রাস্তায় নেমেছি। সাধারণ মানুষ আমাদের সমর্থন করেছেন। মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছেন। তাই আমরা এই অভিনব কর্মসূচি নিয়েছি। সিপিএমের এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ বলেন, আমাদের জয়ী প্রার্থীদের জোর করে হারানোর চেষ্টা হয়েছে। মানুষ যেহেতু আমাদের প্রার্থীদের জয়যুক্ত করেছেন তাই তাদের কৃতজ্ঞতা জানাতে আমরা আজকে এই অভিনব কর্মসূচি নিয়েছি। দলের পতাকার রঙে লাল মিষ্টি খাইয়ে সকলকে আজ মিষ্টিমুখ করাচ্ছি।