বাসের ধাক্কায় মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনা আন্দুলের পোদরায়।
হাওড়াঃ- হাওড়ায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দুল রোডের পোদরায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের তরফ থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাস ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসে নাজিরগঞ্জ থানার পুলিশ।
দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে আন্দুল রোডে। ঘাতক বাসের চালক পলাতক। বাসটি পুলিশ আটক করেছে। জানা গেছে, আলমপুর থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। স্থানীয়দের অভিযোগ, ওভারটেক করতে গিয়েই পথচারী ওই মহিলাকে ধাক্কা মারে ঘাতক ওই বাস।