সাতসকালে বাড়িতে ঢুকে পড়লো হরিণ।
সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ– আজ ভোরে বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের বামনিশোল গ্রামে কুকুর ও শেয়ালের তাড়া খেয়ে একটি হরিন এক গ্রামবাসীর বাড়ীতে ঢুকে পড়ে। প্রথমে ঐ বাড়ীর কর্তা কালী কৃষ্ণ গরাই বুঝতে পারেননি হরিন বলে। পরে পাশাপাশি সকলে এসে হরিনটিকে বেঁধে রেখে খবর দেন বনদপ্তরে। হরিণটির ওজন প্রায় ৮০ কেজি বলে জানা গেছে। বনদপ্তর সুত্রে খবর তারা গিয়ে হরিনটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছেন।