ডেঙ্গু মশা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, দেখে ভয় পাচ্ছে পথ চলতি মানুষজন। কি ঘটলো তারপর?
পশ্ছিম মেদিনিপুরঃ- ডেঙ্গু নিয়ে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দপ্তরের, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যু। বিভিন্নভাবে ডেঙ্গু নিয়ে প্রচার ও সচেতনতা বাড়ানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে । সরকারি প্রচার মাধ্যম ছাড়াও বিভিন্নভাবে পচার চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তর । প্রত্যেক মানুষের সামাজিক কর্তব্য রয়েছে তাই তাই জনসাধারণকে সচেতন করতে রাস্তায় নেমেছে চন্দ্রকোনার ত্রিনাঙ্কুর পাল।
পেশায় কৃষক, নেশা সচেতনতামূলক প্রচারের। তিনি এভাবেই বেশ কয়েক বছর ধরে নানান সচেতনতার প্রচারে বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়। জেলা ছাড়িয়ে ভিন জেলাতেও তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন । তিনি কখনো সাইকেল নিয়ে আবার কখনো পায়ে হেঁটেই প্রচার করে বেড়াচ্ছেন চারিদিকে। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কলেজ মোড় এলাকায় একটি গণেশ পুজোর মণ্ডপের সামনে ডেঙ্গু মশা সেজে সচেতনতামূলক প্রচার সারলেন ত্রিনাঙ্কুর পাল।