একগুচ্ছ দাবীতে CPI(M) এর বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বল্লভপুর আউট পোস্টে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। সেই সাথে সাত দফা দাবি পত্র তুলে দেন আধিকারিকের হাতে। দাবি পত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দাবি ছিল সাধারণ মানুষের স্বার্থে নদী পাড় বরাবর বড় লরি চলাচল বন্ধ করতে হবে। পেপার মিল পাম্প হাউস থেকে মথুরা চন্ডী মন্দির পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা সংস্কার করতে হবে। জেসিবি, বড় বড় লরির সাহায্যে অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে। বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে 107 ধারা কেস দিয়ে অযথা হয়রানি বন্ধ করতে হবে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন এবং অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনে ব্যবস্থা করতে হবে। এলাকার সমাজ বিরোধী দের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই সকল বিষয় নিয়ে এদিন বল্লভপুর আধিকারিক এর হাতে দাবি পত্র তুলে দেন তারা। সি পি আই এম নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জী, হেমন্ত প্রভাকর, গুরুপদ বাউরী, সাধনা পশোয়ান, অশোক বাউরী সহ আরো অনেকে।