সোনাখালিতে দিলিপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরঃ- বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাসপুরের সোনাখালীতে ঘাটাল সংগঠনিক জেলার কার্যকারিনী বৈঠকে এসেছিলেন। বৈঠকে সংগঠন মজবুত করা এবং আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত ভোট যখনই হোক না কেন মানুষের সাথে যোগাযোগ রাখা সহ সংগঠনকে মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিলীপ বাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু কুড়মি নয় জঙ্গলমহলে সাঁওতাল মুন্ডা সহ যারা আছেন তাদের জন্য তৃণমূল সরকার বারো বছরে কিছু করে নি। এমনকি পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে নি। তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে যাতে কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে। তিনি বলেন কেন্দ্রীয় এজেন্সি যেমন তদন্ত করছে তেমনি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এই দিন ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তন্ময় দাস, বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি রাম কুমার দে সহ অন্যান্য নেতৃত্ব।