যাত্রী বোঝাই বাসেই হৃদরোগে আক্রান্ত হলেন চালক। বুঝতে পেরে বাস থামিয়ে প্রান বাঁচালেন যাত্রীদের।
হাওড়াঃ- যাত্রী বোঝাই বাসেই হৃদরোগে আক্রান্ত হলেন সরকারি বাসের চালক। বুঝতে পেরেই স্ট্যান্ডে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন তিনি। সেখানেই তিনি সংজ্ঞা হারান। এরপর বাসেই তাঁকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতলে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন চালক।
ব্যারাকপুর থেকে হাওড়া আসছিল সরকরি বাসটি। হাওড়া ব্রিজ থেকে স্ট্যান্ডে আসার সময় হৃদরোগে আক্রান্ত হন চালক। হাওড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের নামিয়ে বাস আনা হয় হাসপাতালে।