বজ্রপাতে বাঁকুড়ায় একই দিনে মৃত্যু আটজনের।
বাঁকুড়া: বজ্রপাতে বাঁকুড়া জেলায় একই দিনে মৃত্যু হল আটজনের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো রাজ্যের বিভিন্ন জেলার মতো বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয় বৃষ্টি সঙ্গে বজ্রপাত।এদিন বজ্রাঘাতে বাঁকুড়া জেলায় মোট আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদের মধ্যে ওন্দা থানা এলাকায় ৪ জন। কোতুলপুর পাত্রসায়ের,ইন্দাস এবং জয়পুর থানা এলাকায় একজন করে ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে।

