প্রায় চার বছর পর বিধায়কের উদ্যোগে ভূঁইয়া ধাওড়া গ্রামে এলো বিদ্যুৎ:-
সৌমিত্র গাঙ্গুলি, সালানপুর, পশ্চিম বর্ধমান:- প্রায় এক মাস আগেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে এসে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় কাছে সালানপুর পঞ্চায়েতের ভূঁইয়া ধাওড়া গ্রামের মানুষজন মিলে আবদার করেন তাদের গ্রামের বিদ্যুৎ সংযোগ নিয়ে। তখনই বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাদের কথা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে বিদ্যুৎ তিনি পৌঁছে দেবেন।
আর ঠিক এক মাসের মধ্যেই গ্রামে ২৫কেবি ট্রান্সফর্মার বসিয়ে ১৫০টি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিলেন বিধায়ক বিধান উপাধ্যায়। আর শনিবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে ২৫কেবির ট্রান্সফর্মাটির উদ্বোধন করেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।