ব্যাতিক্রমী অবসর; কর্মজীবনের শেষ দিনে রক্তদান শিবির।
মালদা: চাকরি জীবনের শেষ দিনে শিবিরের আয়োজন করে রক্তদান করলেন এএসআই দীনেশ চন্দ্র রায়। তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে পুলিশ মহল।
দীনেশবাবু কোচবিহারের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন। বর্তমানে তিনি মকদুমপুরের গ্রিনপার্ক এলাকায় বসবাস করতেন।
তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময়ে মালদা জেলার রক্ত সংকটের বিষয়টি জানা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদান করেছি। আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছেন।