জলপ্রকল্পে কর্মীনিয়োগে দুর্নীতির প্রতিবাদে আমরণ অনশন।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের “শুকজোড়া পানীয় জল সরবরাহ” প্রকল্পে কর্মী নিয়োগ ও কাজের ডিউটি নানা রকম কারচুপি অনিয়ম এর প্রতিবাদে চলছে অনির্দিষ্টকালের জন্য অনশন। ফলে এলাকার সমস্ত পানি জল সরবরাহ বন্ধ ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বিনপুর ২ নম্বর ব্লকের বামুনডিহা এলাকায় এই এলাকায় রয়েছে পানীয় জলের (PHE) প্রকল্প। এই পানীয় জলের প্রকল্প থেকেই এলাকার বড় অংশের মানুষের বাড়িতে পানীয় জল পান। কিন্তু সেই জল এখন বন্ধ।
এর কারণ ওই পানীয় জল প্রকল্পের জমিদাতারা কাজ বন্ধ করে অনশনে বসেছেন। জমিদাতাদের অভিযোগ, এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সময় জমি দাতাদের প্রতিশ্রুতি দেওয়া হয় জমি মালিকদের কাজে নিয়োগ এবং টাকা দেওয়ার, কিন্তু সেই টাকার ও কাজ সঠিকভাবে এখনো মেলেনি। এছাড়াও অনেক জমিদার দ্বারা এখনো কাজই পাননি। এছাড়াও এলাকার জমিদাতারা বলেন কর্মী নিয়োগে ও কারচুপি ও দুর্নীতির অভিযোগ আনেন।
কাদের দাবি গত ২ বছর ধরে এর প্রতিবাদ জানিয়ে আসছেন কিন্তু তা সুরোহা হয় নী। অবশেষে ওই প্রকল্পের কাজ বন্ধ করে অনশনে বসেছেন জমিদাতারা। এর ফলে ওই এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।