ফের আগুন দেখা গেল হাওড়ার মঙ্গলাহাটের এর পোড়া হাটে।
হাওড়াঃ- সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ মঙ্গলাহাটের ধ্বংসস্তুপের মধ্যে সামান্য আগুন জ্বলতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেশ কয়েক দফায় ঘটনাস্থলের ছোট ছোট পকেটে আগুন লাগে এবং ওই আগুন ‘পকেট ফায়ার’ বলেই দমকল সূত্রের অনুমান। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৮টি ইঞ্জিন ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গত শনিবার দুপুরে ফের সেখানে পকেট ফায়ারের ফলে আগুন জ্বলে উঠেছিল। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফের সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ পোড়াহাটের একটি অংশে আগুন জ্বলে ওঠে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এগুলি পকেট ফায়ার বলেই দমকল সূত্রের অনুমান। এদিকে পোড়া হাট বাদে মঙ্গলাহাটের বাকি অংশে এদিন সকাল থেকেই আগের মতো স্বাভাবিক নিয়মে হাট বসে। বেচাকেনা হয়। ব্যবসায়ীরাও পসরা সাজিয়ে বসেন। তবে পোড়াহাটের সামনের রাস্তায় এদিন কোনও ব্যবসায়ীকেই বসতে দেওয়া হয়নি। মঙ্গলাহাটের বাকি অংশে বেচাকেনা চলেছে। আজ সেখানে হয়েছে পাইকারি হাট।