১ মাস রোজার শেষে আজ খুশির ঈদ!
কেশপুর, পশ্চিম মেদিনীপুর: মুসলমানদের অন্যতম প্রধান উত্সব ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর রমজানের শেষ লগ্নে পালিত হয় খুশির ঈদ! ঈদুল ফিতর সারা দেশে উদযাপিত হয়। শনিবার ঈদের নামাজ পাঠের শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে উঠলো। কেশপুর ব্লকের মুগবসানে এক ঈদের নামাজ অনুষ্ঠিত হলো।
নামাজের ইমাম সেখ আতিকুর রহমান বলেন, আজকের এই জামাতে প্রায় পাঁচ হাজার জন নামাজ পাঠ করেছে। তিনি ঈদের ময়দান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন।