নারীকুটি মেলায় এসে নাজেহাল মহিলারা।

নিউজ ডেস্কঃ- প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল নারীকুটি মেলার কর্তৃপক্ষের বিরুদ্ধে।  এমনকি তাদেরকে বলা হয় খাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেটাও করেনি কর্তৃপক্ষ। পাঁচ দিনব্যাপী শহর বহরমপুরে নারীকুটি মেলায়  পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয় বিভিন্ন মহিলাদেরকে।

বর্তমানে বর্ষার মৌসুমের কারণে এই মেলা কর্তৃপক্ষ  একটি বেসরকারি অনুষ্ঠান বাড়ি  ভাড়া  করে এই মেলার আয়োজন করে।   কিন্তু এই অনুষ্ঠান বাড়ির সামনেই  ত্রিপল দ্বারা আবদ্ধ  একটি প্যান্ডেল করে  গুটিকয়েক মহিলাকে  বসতে দেয়,  বর্তমানে বৃষ্টির কারণে  ক্ষতিগ্রস্ত হয় তাদের সমস্ত জিনিসপত্র।

কেউ এসেছেন হুগলি থেকে আবার কেউবা এসেছেন বোলপুর, আবার কেউ এসেছেন মেদনীপুর থেকে তাদের সমস্ত মালপত্র বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে।  ওই মহিলাটা বর্তমানে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন মেলা কমিটির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *