ভাঙন কংগ্রেসে; শক্তি বৃদ্ধি শাসক শিবিরে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর অঞ্চলে তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রায় ৪০ জন কংগ্রেস কর্মী তাদের অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন, সালানপুর ব্লকের তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যজুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ণ ও কর্মযজ্ঞ দেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বহু মানুষ তৃণমূলের দিকে পা বাড়িয়েছে।
সালানপুর ব্লকেও বিধায়ক বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যায়ের নেতৃত্বে সারা বছর ধরে সাধারণ মানুষের জন্যে কাজ করা হয়। তাই গত পঞ্চায়েত নির্বাচনে যারা কংগ্রেস দলের প্রার্থী হয়েছিলেন উত্তরামপুর- জিৎপুর থেকে, তারা আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন, হেমন্ত মণ্ডল, অভিজিৎ মণ্ডল, জয়ন্ত সিং, মোহিনী মণ্ডল সহ আরো অনেকে।