ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা।
নদীয়াঃ- অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে আজ । জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন । বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির কোনরকম আজ যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদীয়ার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়ন করা হয়েছে বিএসএফের কড়া পাহারা। নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা। চলছে তল্লাশি। নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফের করা নজর দাড়ির মাঝে ৩২ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জওয়ানরা।
যদিও মঙ্গলবার সকাল থেকেই করা নজরদারির মধ্যে দিয়ে যারা বিএসএফের চেকপোষ্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফের প্রশ্নের মুখে, কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার। সেই কারণে বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে। তাই নিরুপায় হয়ে নদীয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোষ্টে তারা সময় কাটাচ্ছেন। তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন, চোখের সামনে জ্বলছে বাংলাদেশ, কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, রাস্তায় বেরোনো যাচ্ছে না, করা যাচ্ছে না বাজার ঘাট, এমত পরিস্থিতিতে বাংলাদেশে থাকা সম্ভব নয়, তাই দেশের মানুষ দেশেই ফিরে এলাম।