পাকিস্তানের বিরুদ্ধে ভয়ংকর পদক্ষেপ ভারতের।
নিউজ ডেস্কঃ- জন্মু কাশ্মীরের পহেলগাঁও এর মঙ্গলবারের ভয়াবহ জঙ্গি হামলাকে অন্যতম ভয়ংকর ও মারাত্মক জঙ্গি হামলা বলে চিহ্নিত করা হয়েছে। এই হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করলেও দুই দেশই আংশিকভাবে শাসন করে। পহেলগাঁও এ পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে ভারত। এই রক্তাক্ত ঘটনার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটি বন্ধ করেছে ভারত সরকার। পহেলগাঁও এর ভয়াবহ জঙ্গি হামলার দুদিনের মধ্যেই এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ভারত। আর তার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করা , আটারি সীমান্তে সুসংহত চেকপোস্ট বন্ধ করা এবং হাই কমিশনের সামগ্রিক শক্তি হ্রাস করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও পাল্টা জবাব দিতে ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাদের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হল। এমনকি ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দিয়েছে পাক প্রশাসন।
তাহলে কি এবার ভারত-পাকিস্তান যুদ্ধ— এই ভয়ঙ্কর দিন সামনে আসতে চলেছে? — এই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে।