জিতেন্দ্র তেওয়ারিকে কয়লা চোর বলে স্লোগান পাণ্ডবেশ্বরে, অশান্তি।
সৌমিত্র গাঙ্গুলি, দুর্গাপুর(পাণ্ডবেশ্বর): মনোনয়নপত্র দাখিলের পঞ্চম দিনের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিডিও অফিসে বিজেপি কর্মীদের জমায়েত। ১৪৪ ধারা লঙ্ঘন করেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বিডিও অফিসের সামনে স্লোগান দেওয়া শুরু করে বলে অভিযোগ। তারপরেই তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা কয়লা চোর বলে জিতেন্দ্র তেওয়ারিকে লক্ষ্য করে স্লোগান শুরু করে দেয়। সাময়িক অশান্তি ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
পুলিশ বিজেপি ও তৃণমূল কর্মীদের হটিয়ে দেয়। যদিও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, যারা কয়লা চোর তাদের সিবিআই ডাকছে। অপরদিকে তৃনমূল যুব সভাপতি (পাণ্ডবেশ্বর ব্লক) নিতাই মন্ডল বলেন, জিতেন্দ্র তিওয়ারি এসেছিলেন কিনা তারা জানেন না। জিতেন্দ্র তিওয়ারি নিজেকে হাইলাইট করার জন্য নিজের লোকেদের দিয়ে এই সব নাটক করছেন।