চন্দ্রযান – ৩ এর সাফল্য কে সাক্ষী রেখে ছোটবাজার সার্ববজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পূজো।
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরঃ- গতকাল ভারতের চন্দ্রযান সাফল্যের সঙ্গে চাঁদের মাটি স্পর্শ করেছে। সেই সাফল্যের আনন্দে আত্মহারা সারাদেশ। আর মেদিনীপুর শহরবাসী সেই জয়ে সামিল করেছে নিজেদেরকে। চন্দ্রযানের সফল অবতরণকে সাক্ষী রাখতে আজ মেদিনীপুর শহরের ছোটবাজারে ছোটবাজার সার্ববজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে মায়ের আগমনীর প্রস্তুতি হিসেবে খুঁটিপূজো অনুষ্ঠিত হয়।
এই বছর দুর্গোৎসব সমিতির এই পূজো ৮১ বছরে পদার্পণ করবে। এই বছরের পূজোর থিম অন্তর্শক্তি। পূজো কমিটির সভাপতি অরুণ চৌধুরী এবং পৃথ্বীশ দাস জানান যে মেদিনীপুর শহরে যতগুলি বড় পূজো হয় তার মধ্যে ছোটবাজার এর পূজোও আকর্ষণীয়। প্রতিবছরের এই বছরও দর্শকদের আকৃষ্ট করবে আমাদের পূজো আশা করছি।