ডেঙ্গু মোকাবিলায় সর্বত্র প্রচার, অথচ হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে মশার লার্ভা।
হাওড়াঃ- ডেঙ্গু মোকাবিলায় সর্বত্র প্রচার, অথচ হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা। এই চিত্র হাওড়ার ঘুসুড়ির এক হাসপাতালে। হাসপাতাল চত্বর জুড়ে ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার থাকলেও বাস্তবে এর ঠিক উল্টো ছবি দেখা গেল ঘুসুড়ির এই হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চারদিকে জঞ্জল, জমা জল। সেই জমা জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা।
প্রত্যেকদিন সরকারিভাবে এখানে ৬০-৭০ জন মানুষ ডেঙ্গু পরীক্ষা করাতে আসছেন। কিন্তু যেখানে পরীক্ষা করাতে আসছেন ডেঙ্গুর জন্য সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানান খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। এবং সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব করার ব্যবস্থা করা হচ্ছে।