“কেন্দ্রীয় সরকার কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।“ বাংলাদেশ ইস্যুতে কুনাল।
কলকাতাঃ- বাংলাদেশ ইস্যুতে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের নাগরিক মিছিল অনুষ্ঠিত হল কলকাতায়। রবিবার বেলা ১ টা নাগাদ, কলকাতার সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা হয়ে দীনেন্দ্র স্ট্রিট একটি মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন কুনাল ঘোষসহ একাধিক ব্যক্তিত্ব। মিছিল শেষে কুনাল ঘোষ বলেন, বাংলাদেশের প্ররোচনায় কেউ পা দেবেন না। কেন্দ্রীয় সরকার কেন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।