সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার।
হাওড়াঃ- সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার। আজই তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে। ভাই ও ভাইয়ের বউয়ের হাতে সম্পত্তির জেরে খুন হতে হয় ভাইকে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর হাওড়ার বাগনান থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত আসলাম খান ও তার স্ত্রী কাশমিরা বেগমকে গ্রেফতার করেছে। হাওড়া পুরী ভদ্রক মেলে তাদেরকে ধরা হয় ভুবনেশ্বর স্টেশন থেকে। আজ তাদের উলুবেড়িয়া কোর্টে তোলা হয়।