ভোটের আগেই ভোট অভিনব কর্মসূচি অভিষেক ব্যানার্জির, ধরাশায়ী বিরোধীরা” মানস ভূঁইয়া।
পশ্চিম মেদিনীপুর:– উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ‘ তৃণমূলের নব জোয়ার ‘ কর্মসূচি কে সফল করতে
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নেতা , বিধায়দের নিয়ে মেদিনীপুরে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন জেলা কো – অর্ডিনেটর অজিত মাইতি, সংঘঠনিক সভাপতি সুজয় হাজরা, আশীষ হুদাইত, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক হুমায়ুন কবির।
বৈঠক শেষে মানস বাবু জানান, যাঁরা অভিযোগ করছিলেন, তৃণমূল ভোট করতে চায় না। সুষ্ঠু নির্বাচন করতে চায় না তাঁরা এখন বাকরুদ্ধ হয়ে গেছেন। কথা বলতে পারছেন না। ভোটের আগে ভোট? সেটা কি? অভিনব চিন্তাধারা। অভিষেক ব্যানার্জি মানুষের কাছে মানুষের পছন্দকে নিয়ে যাচ্ছেন।
এরপরই তিনি জানান, আর বিজেপি কি করছে? মানুষের অধিকার লুট করছে। আবাস যোজনা , সড়ক যোজনা , একশ দিনের মজুরি, ঘাটাল মাষ্টার প্ল্যানের টাকা লুট করেছে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষকে।