প্রসুতি মায়ের মৃত্যু; চিকিৎসককে মারধর। পুলিশের দ্বারস্থ চিকিৎসক।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- এক প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক ডাক্তারকে মারধর করেছিল রোগী পরিবারের সদস্যরা। এবার সেই ঘটনায় কুলটি এলাকার বেশ কিছু চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী এসে কুলটি থানার পুলিশের দ্বারস্থ হল। জানা গেছে গত ২২ আগস্ট কুলটি থানার এলসি মোড় এলাকায় নরেন্দ্র কুমার নামে এক চিকিৎসককে স্থানীয় কিছু মানুষজন মারধর করে। তাদের দাবি ছিল এক প্রসূতি নরেন্দ্র কুমার কে দেখাতে এসেছিল। তারপর তাকে বর্ধমানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অতিরিক্ত জন্ডিসের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়। রোগী পরিবারের সদস্যদের দাবি চিকিৎসক নরেন্দ্র কুমার তার সঠিক চিকিৎসা করেনি। যদিও নরেন্দ্র কুমার জানিয়েছেন ওই প্রসুতিকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে জন্ডিস বলে বর্ধমানের রেফার করে দেওয়া হয়। তারপরেও আমার কাছে নিয়ে আসা হয়। আমিও জানাই যে ওই প্রসুতির জন্ডিস আছে এবং তাকে তড়িঘড়ি বর্ধমান নিয়ে যেতে বলি। তারা বর্ধমান নিয়েও চলে যায়। তারপর হঠাৎ করে বেশ কিছুদিন পরে তার পরিবারের লোকেরা আমার চেম্বারে আসে এবং আমাকে মারধর করার পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালায়। আমি বর্তমানে আতঙ্কে রয়েছি। রোগী দেখতে পারছি না। পুলিশ কি করছে তা জানতেই আজকে আমরা বেশ কয়েকজন চিকিৎসক মিলে কুলটি থানা এসেছিলাম। পুলিশ আশ্বাস দিয়েছে ব্যবস্থা গ্রহণ করা হবে।