আক্রান্ত সংবাদ মাধ্যম। শাসক দলের ছাপ্পা ভোট এবং বুথ জ্যামের খবর করতে গিয়ে বেধড়ক মার খেলেন চার সাংবাদিক।
বাঁকুড়া:- বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভট্টপাড়া গ্রামে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম,আক্রান্ত বাঁকুড়ার চার সাংবাদিক। সূত্র মারফত অভিযোগ আসে কিছু সংখ্যক ফলস্ ভোটারকে লাইনে দাঁড় করিয়ে অবাধে ছাপ্পা চালাচ্ছিল শাসক তৃণমূল, বুথের মধ্যে ছিলনা কোন ভোট কর্মী এবং পুলিশ । খবর পেয়ে সেই খবরকে সম্প্রচার করার জন্য পৌঁছন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানেই একটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ঘিরে ধরে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এতে চারজন সাংবাদিক আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর ঘাড়ে এবং মাথায় ব্যাপক পরিমাণে চোট লাগে।
এটাই বাঁকুড়ার ভোট চিত্র, এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পাওনা? এত উন্নয়নের পরেও কেন ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছে শাসকের পক্ষে। এ কেমন গণতন্ত্র যেখানে সংবাদমাধ্যমও সুরক্ষিত নয়,পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।