কালু শেখের হত্যাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা।
ধুলিয়ান, মুর্শিদাবাদঃ- আবাস যোজনা ইস্যুতে তৃণমূল কর্মীর হাতে মৃত কালু শেখের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ধুলিয়ান টাউন কংগ্রেসের প্রতিবাদ সভা। বুধবার বিকেলে ধুলিয়ান টাউন কংগ্রেসের পার্টি অফিসের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অমিত তেওয়ারি, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি। বাবলু মন্ডল, সভাপতি, ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি, গোলেজান খাতুন, সামশেরগঞ্জ ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী, মহঃ ইমতিয়াজ হোসেন, জেলা ভাইস-চেয়ারম্যান, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু দপ্তর, সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস কমিটি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড নেতৃত্ব এবং মহিলা নেতৃত্ব।
এদিন মূলত শামসেরগঞ্জে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি রঘুনাথগঞ্জে আবাস যোজনা ইস্যুতে তৃনমুল কর্মীর হাতে খুন কালু শেখের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে গোটা জেলার পাশাপাশি সামশেরগঞ্জের ধুলিয়ান টাউন কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা।