বাড়ি ফিরলেন ঝাড়খণ্ড নিবাসী নিখোঁজ বৃদ্ধা।
হাওড়াঃ- ঝাড়খন্ড নিবাসী নিখোঁজ বৃদ্ধাকে অবশেষে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হলো। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাঁকে উদ্ধারের পর প্রথমে হাওড়ার এক সরকারি হাসপাতালে টানা চিকিৎসার পর সরকারি হোমে রেখে এরপর প্রশাসনের মাধ্যমে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবিষয়ে শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আশা মাজি জানান, ফেব্রুয়ারীর মাঝামাঝি সময় টিকিয়াপাড়ার একটি ক্লাবের সামনে থেকে সারদা চৌধুরী নামের ওই মহিলাকে রাস্তা থেকে পাওয়া যায়।
ওনাকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা করার পর তিনি সুস্থ হন। এরপর কোর্টের নির্দেশে ওনাকে সরকারি হোমে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরমধ্যে ঝাড়খন্ডে ওই মহিলার বাড়িতে যাওয়াও হয়েছিল। দ্বিতীয়বার গিয়ে তাদের সঙ্গে দেখা হয়। ওরপর ওনার বৌমা আসেন ওনাকে নিতে।