মোদী ম্যাজিক এখন মোদী ট্র্যাজজিক হয়ে গেছে মন্তব্য সায়নীর।
হাওড়াঃ- ২০২৪ এ বাংলা থেকে ৪২ এ ৪২ এর টার্গেট দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। রবিবার বিকেলে হাওড়ার বালির এসি ময়দানে তৃণমূল যুব কংগ্রেসের এক রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে এসে সায়নী ঘোষ এই লক্ষ্যমাত্রা দেন। তিনি বলেন, মোদী ম্যাজিক এখন মোদী ট্রাজিক হয়ে গেছে। এখন মোদীকে দেখে লোক পালিয়ে যাচ্ছে। ভোট এলেই ওরা গ্যাসের দাম কমায়। তাই এখন গ্যাসের দাম আড়াইশো টাকা কমিয়ে দিয়েছে। মোদীকে ইঙ্গিত করে সায়নী ঘোষ বলেন, যিনি প্রকৃত লিডার হবেন তাঁকে সমস্ত কিছুর দায় নিতে হবে। ভালোর দায় নিতে হবে, খারাপের দায়ও নিতে হবে। যতই দম্ভ, যতই অহংকার থাকুক মানুষের সামনে তোমাকে এসে মাথানত করতেই হবে কারণ মানুষ আশীর্বাদ না করলে তোমায় ফুটপাতে বসতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই কেন্দ্রীয় এজেন্সি নামানো হোক যতই নোটের খেলা ভোটের খেলা করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব করে চক্রান্ত করে দমিয়ে রাখা যাবেনা। এদিন সায়নী ঘোষ আরো বলেন, এখন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে। ইন্ডিয়া জোটকে ভয় পেয়ে গেছে ভারতীয় জুংলা পার্টি বিজেপি। সায়নী এদিন দলের যুব কর্মীদের উদ্দেশ্যে বলেন, পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মান করতে হবে। প্রকৃত সম্মান করতে হবে। সাধারণ কর্মীরা আমাদের কাছ থেকে কিছু চায়না। সাধারণ কর্মীদের সম্মান দিতে হবে। আমাদের দলের নেতৃত্বকে বলবো বুথ লেভেল অবধি যোগাযোগ রাখুন ফিডব্যাক নিন। আগামী দিন যে কোনও ভোটে দলের তরফ থেকে যিনিই প্রার্থী হোন জেনে রাখবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী।
তাই সেই প্রার্থীকেই সমর্থন করতে হবে এবং তাঁকে ভোটে জেতার জন্য সকলে এক হয়ে কাজ করতে হবে।বিরোধীরা আজকে তৃণমূল কংগ্রেসকে হেনস্তা করার চেষ্টা করছে। যতই ওরা সেটা করুক ওদের উদ্দেশ্যে বলি আমাদের গর্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বালি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বালি এসি ময়দানে রবিবার বিকেলে এক যুব সম্মেলনের ডাক দেওয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ হাওড়া জেলার অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, নন্দিতা চৌধুরী, ডা: রাণা চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা তফজিল আহমেদ, রিওয়াজ আহমেদ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র, বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ চক্রবর্তী প্রমুখ।