সরকারি নির্দেশ তোয়াক্কা না করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের রমরমা।

ধূপগুড়িঃ- সরকারি নির্দেশ অমান্য করেই হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবাধ আনাগোনা। তাঁরা এসে নিজস্ব সংস্থার ওষুধ লেখার জন্য চিকিৎসকদের সঙ্গে দেখা করছেন, জোরাজুরিও করছেন বলে রোগীদের একাংশের অভিযোগ।

চিকিৎসকদের মধ্যে দু-একজন এমআরদের সেই প্রলোভনের ফাঁদে পা ও দিচ্ছেন।  ফলে নির্দিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। ধুপগুড়ি মহকুমা হাসপাতালে হাসপাতালে এম‌আর-দের অবাধ আনাগোনাকে কেন্দ্র করে এমনই অভিযোগ উঠল।

যদিও গোটা বিষয়টা নিয়ে ধুপগুড়ি মুখ্য ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কে হাসপাতাল চত্বরের ভেতরে কোনোভাবেই ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হয়নি। তারা নিজেরাই লোকোচক্ষুর আড়ালে এ ধরনের কার্যকলাপ করছেন বলে তিনি অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *