ব্যান্ড বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন বাবা।

মুর্শিদাবাদঃ- ব্যান্ড বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা। করানো হলো মিষ্টি মুখ। সোমবার ফের একবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।

জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে। পেশায় হোমিও ডাক্তার অরিজিৎ সরকার। প্রথম সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি।

       চতুর্দিকে যখন কন্যা সন্তানের অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানী করে মেয়েকে ঘিরে নিয়ে এসে নজীর সৃষ্টি করলেন ডাক্তার অরিজিৎ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *