বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী। আরপিএফ জওয়ানের তৎপরতায় উদ্ধার।
হাওড়াঃ- চলন্ত অবস্থায় বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক যাত্রী। মঙ্গলবার সকালে হাওড়া রেলওয়ে স্টেশনের ২১নং প্ল্যাটফর্মে ঘটে এই দুর্ঘটনা। তবে সেখানে উপস্থিত এক আরপিএফ জওয়ানের তৎপরতায় বাঁচে ওই যাত্রীর জীবন। ওই যাত্রীকে উদ্ধারের জন্য আরপিএফ জওয়ানকে পুরস্কারের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে ওই পুরুষ যাত্রী চলন্ত হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে যাচ্ছিলেন। ট্রেনের গার্ডের কামরায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে ফাঁকা জায়গায় তিনি পড়ে যান। ওই অবস্থা দেখে সেখানে কর্তব্যরত আরপিএফ কর্মী বিনোদ কুমার চৌধুরী দ্রুত সেখানে উপস্থিত হয়ে ঝুঁকি নিয়ে নিজের জীবন বিপন্ন করে সেই বিপদগ্রস্ত যাত্রীকে উদ্ধার করেন। এরপর আহত যাত্রীকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।