ফের সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী।
হাওড়াঃ- মাত্র দিন কয়েক আগেই হাওড়া জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক রোগী। এর রেশ কাটতে না কাটতেই ফের হাওড়ার আরও এক হাসপাতাল, ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন আরেক রোগী। জানা গেছে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটা থেকে ওই রোগীর কোনও খোঁজ মিলছে না। সূত্রের খবর, মালিপাঁচঘড়া থানা এলাকার পাঁচকড়ি মোহন্ত লেনের এক আবাসনে থাকেন ওই মহিলা। নাম শকুন্তলা বর্মা, বয়স ৭৬। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁকে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাত সাড়ে বারোটা থেকে তাঁর আর কোনও খোঁজ মিলছে না। পরিবারের তরফ থেকে হাওড়ার মালিপাঁচগড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ রোগীর কোনও খোঁজ মেলেনি।
ঘটনার আপডেট: এদিকে, হাওড়ার জয়সোয়াল হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় হাসপাতাল সুপারকে এদিন প্রকাশ্যেই ধমক দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। হাওড়ার ঘুসুড়ির সরকারি হাসপাতাল টি এল জয়সোয়াল হাসপাতাল থেকে রবিবার রাত সাড়ে ১২টার পর নিখোঁজ হয়ে যান ওই রোগী। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। নিখোঁজের তিনদিন কেটে গেলেও খবর দেওয়া হয়নি পুলিশকে। খবর পেয়েই মঙ্গলবার হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র।