“সবুজের মিছিলে”র উদ্যোগে বৃক্ষরোপণ মন্ত্রী অরূপ রায়ের।
হাওড়াঃ- গাছ বসানোর অঙ্গীকার। সবুজের মিছিলের কর্মসূচি এবার বেলুড় মঠ এলাকায়। বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয় মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে। স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল এবার বেলুড়েও বৃক্ষরোপণ কর্মসূচি নিলো। এই সংস্থার উদ্দেশ্য হাওড়া জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামে সবুজায়নের লক্ষ্যে গাছ বসানো। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছেন এরা। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলোর পরিচর্যা করতে হবে। গাছের গুঁড়িতে পেরেক লাগানো, দড়ি বেঁধে রাখা এসব কাজ থেকে বিরত থাকতে হবে। বুঝতে হবে গাছেরও প্রাণ আছে।
মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের লক্ষ্য প্রতিদিন গাছ বসানো। ছোট, বড় বিভিন্ন আকারের গাছ বসানো হবে। ডেঙ্গু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, ডেঙ্গু মোকাবিলায় একসাথে সবাইকে এগিয়ে আসতে হবে। তারজন্য আমরা ক্লাবগুলোকেও আলোচনায় ডেকেছি। উল্লেখ্য, বেলুড়ে এদিনের কর্মসূচিতে বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর সমাজসেবী পল্টু বণিক, প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।