তৃনমূলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে পুলিশ কর্তা, তীব্র বিতর্ক।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ– একদিকে যখন বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর মিছিলের ঘটনায় শোকাহত গোটা ভারত। সেই সময় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করা হল। আর তৃণমূলের এই অনুষ্ঠানে এক পুলিশ আধিকারিকের উপস্থিতি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আসানসোল পৌরনিগমে 85 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে নজরুল রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডুকে মঞ্চে দেখা গেল। আর এই নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। দেখা গেল ঐ আধিকারিক মঞ্চে উঠেই থেমে থাকেন নি; যথারীতি বক্তব্য রাখলেন। এই নিয়ে বিজেপির কটাক্ষ, পুলিশ যে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে আবারো তার প্রমাণ দেখা গেল।