ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন আলু চাষিরা।
বাঁকুড়াঃ- আলু চাষিরা ক্ষতির মুখে পড়েছিলেন। অবশেষে সরকার আলু চাষীদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতি ও কৃষি বিপণন দপ্তর এর যুগ্ম প্রচেষ্টায় আলু চাষিরা লাভের মুখ দেখতে সক্ষম হয়েছেন। গত বছর প্রচুর পরিমানে আলু স্টোরগুলিতে সঞ্চিত ছিল। এই মরশুমে বিপুল মাত্রায় আলুর উৎপাদন। ফলে আলু চাষে ক্ষতি ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাজারে আলুর দাম অনেক কম, এখনো রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা শুরু হয়নি তাই কৃষকেরা অল্প দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন।
দাম অনেক জায়গাতেই ৫ টাকা প্রতি কেজিতে নেমে আসে। যা নিয়ে কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমতবস্থায় রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া জেলার কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিকেরা চাষিদের কাছ থেকে এই আলু পাশবর্তি জেলা, পশ্চিম বর্ধমানের সুফল বাংলাতে পাঠাবার ব্যবস্থা করেন। সুফল বাংলা এই আলু চাষিদের কাছ থেকে ন্যূনতম ১০ টাকা প্রতি কেজিতে কিনে নেয়, ফলে কৃষকেরা অন্তত ক্ষতির হাত থেকে রক্ষা পান। বাঁকুড়া জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি এই আলু সরবরাহের ব্যবস্থা করে দিয়ে এই প্রচেষ্টাকে সফল করে। আগামী দিনেও এইভাবেই আলু ও অন্যান্য সবজি রাজ্যের বিভিন্ন সুফল বাংলার স্টলে সরবরাহ করে কৃষকদের সঠিক মূল্য পাইয়ে দেওয়ার চেষ্টা হবে বলে জানা গেছে।