২৫ টাকা কিলো দরে আলু।
আসানসোলঃ- বাজারে আলুর দাম প্রতিদিন উর্দ্ধমুখী আর তাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ! আর তাই আসানসোলের পুলিশ লাইন রোডে রাজ্য সরকারের পক্ষ থেকে সুফল বাংলার পক্ষ থেকে সাধারণ মানুষকে ২৫টাকা কিলোদরে আলু দেওয়া হলো!
আলু কিনতে সাধারণ মানুষের ভীড় লক্ষ্যকরা যায়!