প্রগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতিকে হাওড়ার হোমিওপ্যাথি কলেজে ঢুকতে বাধা। দেওয়া হয় গো – ব্যাক স্লোগান।
হাওড়াঃ- প্রগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতিকে হাওড়ার হোমিওপ্যাথি কলেজে ঢুকতে বাধা। দেওয়া হয় গো – ব্যাক স্লোগান। ওই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: রাজীব বিশ্বাস এদিন এসেছিলেন হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালে। রাজীব বাবুর দাবি, কলেজের কোনও সমস্যা নিয়ে নয়, তিনি এসেছিলেন কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে। আগামী ২১ জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে ১৮-২০ জুলাই কলকাতায় বিভিন্ন স্টেশনে যেসব মেডিকেল ক্যাম্প খোলা হবে তার জন্য চিকিৎসক এবং ভলেন্টিয়ারর্সদের তালিকা নিতে তিনি এই কলেজে প্রিন্সিপালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে এসেছিলেন। যদিও তাঁকে কলেজে ঢুকতে বাধা দেয় হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্রদের দাবি, গত কয়েক দিন ধরে কলেজে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই সময় কোনও নেতা বা বহিরাগতদের কলেজে ঢুকতে দেওয়া হবেনা। রাজীব বাবু বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে এদিন জানিয়েছেন।