দীর্ঘদিন স্কুলে গরহাজির শিক্ষক-নেতা, তাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ হাওড়ায়।
হাওড়াঃ- দীর্ঘদিন স্কুলে না আসার অভিযোগ। শিক্ষক নেতাকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ এবার হাওড়ার নিবরায়। অভিযোগ, শিক্ষা সেলের সদস্য এবং শাসক দলের জেলা সদরের সংগঠনের সভাপতি থাকার সুবাদে দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকতেন হাওড়া ডোমজুড়ের নিবরার এক স্কুলের ওই শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি স্কুলে আসেন না। ছাত্রদের পড়াশোনা করান না। সোমবার সকালে গ্রামবাসীরা ওই শিক্ষককে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান। শেষপর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের হাত থেকে বাঁচাতে ছুটে আসে পুলিশ। পুলিশ তাঁকে গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যান।
ওই স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন ওই শিক্ষকের বিরুদ্ধে তিনি প্রেসের সামনে মুখ খুলতে চান না। কারণ তিনি মুখ খুলে এর আগে একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন। এর আগেও স্কুল পরিদর্শক তাকে ডেকে ওই শিক্ষকের বিষয়ে জানতে চেয়েছেন। সুতরাং যা জানানোর ভবিষ্যতেও তিনি স্কুল পরিদর্শককে জানাবেন। সংবাদ মাধ্যমে তিনি এ বিষয়ে মুখ খুলবেন না।