সঠিক স্বাস্থ্যকর্মীর দাবীতে বিক্ষোভ; তালা উপস্বাস্থ্যকেন্দ্রে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- সঠিক স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি, এই দাবি করে বুধবার রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের পুরাতন এগারা সুস্বাস্থ্যকেন্দ্রর মধ্যে থাকা স্বাস্থ্য কর্মীদের দরজায় বন্ধ করে বিক্ষোভে সামিল হল পুরাতন এগারার বেশ কিছু গ্রামবাসী। পরে পুলিশি আশ্বাসে ব্যবস্থা গ্রহণের কথা শুনে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনা প্রসঙ্গে জানা যায় পুরাতন এগরা সুস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের কথা ছিল। সে ভাবে নতুন এগারা থেকে এক আশা কর্মীকে নিয়োগ করা হয় এই স্বাস্থ্যকেন্দ্রে; যা নিয়ে বেশ কয়েক দফায় সমষ্টি উন্নয়ন দপ্তরে অভিযোগ জানানো হয় বলেই দাবি করে, উপযুক্ত আশা কর্মী যাতে কাজ পায় সেই দাবিতে তারা বিক্ষোভ শুরু করে।
তারা এই কেন্দ্রে সঠিকভাবে আশা স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়নি বলে অভিযোগ করে। স্বাস্থ্য কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এ বিষয়ে কথা বলে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে বলে জানান। সেই সব ভুল ত্রুটি সংশোধন করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।