পাঁচ ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি কলকাতায়, কোথায় কত?
নিউজ ডেস্কঃ– বৃষ্টির যেন শেষই হচ্ছে না। ধারাবাহিক ভাবে এ বছর লাগাম ছাড়া বৃষ্টি হচ্ছে। আর পূজোর মরশুমে এই বৃষ্টির ফলে প্রবল সমস্যায় ব্যবসায়ী থেকে আপামর জনসাধারন ও পুজো উদ্যক্তারা। পাঁচ ঘন্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি হল কলকাতায়, কোথায় কত?

শহরের কোথায় কত বৃষ্টি হয়েছে ভোর ৫টা পর্যন্ত, হিসাব সব মিলিমিটারে

কামডহরি(গড়িয়া)- ৩৩২ মি.মি
যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার
তপসিয়া- ২৭৫ লিমিমিটার

বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার
চেতলা- ২৬২ মিলিমিটার
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার
চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার
পামার বাজার- ২১৭ মিলিমিটার
ধাপা- ২১২ মিলিমিটার

সিপিটি ক্যানেল- ২০৯.৪ মি.মি
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার
কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার
পাগলাডাঙ্গা (ট্যাংরা)- ২০১ মি. মি
কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি
ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার

