আগামী কাল ভোট গ্রহণ বাঁকুড়ার ৮কেন্দ্রে।
বাঁকুড়াঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হিংসার ছবি দেখা গেছে, ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। অনেক জায়গায় ব্যালট বাক্স ছিনতাই, ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া মতো ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি স্থানে। এছাড়াও আরো নানাবিধ কারনে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে গত কাল ভোট গ্রহণ সম্ভব হয়নি বা ভোট গ্রহনকে বাতিল করে দেওয়া হয়েছে।
এই সকল স্থানগুলিতে আগামী কাল ১০/০৭/২০২৩ তারিখ পুনঃ নির্বাচন হবে বলে সুত্রের খবর। বাঁকুড়া জেলার মোট ৮ টি বুথে আগামী কাল পুনঃ নির্বাচন হবে বলে খবর পাওয়া গেছে। সেই সব ভোট গ্রহণ কেন্দ্র গুলি হল –
১. রাইপুর ব্লকের – ক) ১৩২, হিজলি প্রাথমিক বিদ্যালয়।
২. বড়জোড়া ব্লকের – ক) ১১০, মুক্তাতোড় প্রাথমিক বিদ্যালয়।
খ) ১২৮, ফুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়, (রুম – ২)।
গ) ১৪৬, সারেঙ্গা প্রাথমিক বিদ্যালয়।
ঘ) ১৭০, জগন্নাথপুর জুনিয়ার বেসিক স্কুল (রুম – ১)।
ঙ) ১৭১, জগন্নাথপুর জুনিয়ার বেসিক স্কুল (রুম – ২)।
৩) গঙ্গাজলঘাটি ব্লকের – ক) ১০, বললালপুর প্রাথমিক বিদ্যালয়।
খ) ১৫৪, বালিজোড়া প্রাথমিক বিদ্যালয়।
আগামী কালকের পুনঃনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটাই এখন দেখার।